জয়পুরহাটে পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার
জয়পুরহাটে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় বেহেস্তী রহমান ঈদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত বেহেস্তী রহমান ঈদ জেলা শহরের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সোলায়মান আলীর ছেলে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে সদর উপজেলার এক যুবতীর সঙ্গে ঈদের প্রেমের সম্পর্ক ছিল, যা প্রায় সাত মাস স্থায়ী হয়। এ সময় তারা একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন। তবে একই সময় ঈদ অন্য এক তরুণীর সঙ্গেও প্রেমে জড়ান, যা জানাজানি হলে সম্পর্কের অবনতি ঘটে।
গত ৫ জানুয়ারি ওই যুবতীর বিয়ে হলে বেহেস্তী রহমান ঈদ তাকে ফোনে নিয়মিত বিরক্ত করতে থাকেন। এমনকি বিবাহবিচ্ছেদের জন্য চাপ দিতে থাকেন। মেয়েটি এতে সাড়া না দিলে ৯ এপ্রিল রাতে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ওই যুবতী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের পর্নোগ্রাফি ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বেহেস্তী রহমান ঈদকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।