জয়পুরহাটে নিখোঁজের ১০ দিন পর শিশুর লাশ উদ্ধার
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের ১০ দিন পর কাফি খন্দকার (৮) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
কাফি খন্দকার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে এবং নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়দের ধারণা, শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল কাফি। খেলা শেষে অন্যান্য শিশুরা বাড়ি ফিরলেও কাফি আর বাড়ি ফেরেনি। এরপর তার পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর অবশেষে গ্রামের এক নারীর মাধ্যমে তার লাশের সন্ধান পাওয়া যায়।
শ্যাওলাপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গ্রামের কলম মিয়ার স্ত্রী হাবিবা খাতুন দুপুরে বাড়ি ফেরার সময় পুকুরের পাশে দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান। পরে তিনি চিৎকার করে স্থানীয়দের ডাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।