জয়পুরহাটে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি ও মানববন্ধন
জয়পুরহাটে জুডিসিয়াল সার্ভিসের কর্মচারীরা তাদের দুই দফা দাবির বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলা আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃষ্টি ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন, যাতে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রাখা হয়।
এসময় বক্তারা বলেন, বিচার বিভাগের উন্নয়নে সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন জরুরি। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের জুডিসিয়াল সার্ভিসের আলোকে বেতন ও সুবিধা দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কৃষ্ণ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ রাব্বী, সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।