জয়পুরহাটে তৃতীয় শ্রেণির ছাত্র কাফি এক সপ্তাহ ধরে নিখোঁজ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকার (৮) নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার ও স্বজনরা। নিখোঁজের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
নিখোঁজ কাফি ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে এবং নশিরপুর দৌলতগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, গত ১৮ এপ্রিল বিকেলে কাফি অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। খেলা শেষে সবাই বাড়ি ফিরলেও কাফি আর ফিরে আসেনি। রাতভর খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হয়।
স্থানীয় ইউপি সদস্য জোসনা খাতুন বলেন, “শিশু কাফি নিখোঁজ হওয়ার পরপরই পুরো গ্রামজুড়ে তল্লাশি চালানো হয়েছে। প্রতিটি বাড়িতে খোঁজ করা হলেও তার কোনো সন্ধান মেলেনি। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, একটি শিশুকে খুঁজে বের করতে এত সময় কেন লাগছে? দ্রুত শিশুটিকে উদ্ধারে ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপেন্দ্রনাথ সিংহ বলেন, “এ ঘটনায় থানায় জিডি হয়েছে। কাফিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। র্যাব ও দেশের বিভিন্ন থানাকেও বিষয়টি অবহিত করা হয়েছে। সকলেই শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
নিখোঁজ শিশুর বাবা সঞ্চয় খন্দকার বলেন, “আমার একমাত্র ছেলে। সে ছাড়া আমরা নিঃস্ব। দয়া করে আমার ছেলেটিকে খুঁজে দিন। তার মুখটা না দেখলে ঘুম আসে না।”
পরিবার ও এলাকাবাসীর একটাই দাবি—কাফিকে দ্রুত উদ্ধার করে তার পরিবারে ফিরিয়ে আনা হোক।