জয়পুরহাটে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে জয়পুরহাটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে জয়পুরহাট শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের অধীনস্থ ২৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিট।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মেডিকেল ক্যাম্পে চর্ম ও যৌন রোগ, চক্ষু রোগ, শিশুরোগসহ বিভিন্ন বিষয়ের মোট ৮টি চিকিৎসা বুথে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। এতে অংশ নেন অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।
২৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মো. রকিব উদ্দিন মজুমদার বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এটি সেনাবাহিনীর একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার চেষ্টা করছি।”
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা অনেকেই সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
বৃদ্ধ, শিশু, নারীসহ নানা বয়সী মানুষ বিভিন্ন রোগের চিকিৎসা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন।
তারা বলেন, “এ ধরনের কার্যক্রম গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত উপকারী। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ আমাদের কৃতজ্ঞ করে।”