জয়পুরহাটে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জয়পুরহাটে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ৫ তারিখে আমরা প্রমাণ দিয়েছি যে আমরা আল্লাহকে ভয় করি, আমাদের দ্বারা কারো সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি, লুটপাটও হয়নি। আমরা কারো কাছে চাঁদা চাইনি, ভবিষ্যতেও চাইবো না ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “যদি কোনোদিন আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় জামায়াতে ইসলামী ক্ষমতায় আসে, তবে আমরা দেশের মালিক হবো না; বরং জনগণের সম্পদের পাহারাদার, চৌকিদার হিসেবে কাজ করবো।”
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দিতে হবে। সংস্কারের জন্য যতটুকু সময় প্রয়োজন, আমরা তা দিতে প্রস্তুত। তবে জনগণ যেনতেন নির্বাচন মেনে নেবে না।
জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য আব্দুর রহিম, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং দলীয় আদর্শ ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।