ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ১৩ জন যুবক

সুকমল চন্দ্র বর্মন, কালাই, জয়পুরহাট::

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ১৩ জন প্রার্থী। স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এই যুবকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি জানান, তালিকায় আরও ৩ জন প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩-১৫ আগস্ট কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১,২৯৪ জন আবেদন করেন। এর মধ্যে ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। লিখিত পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ হন। চূড়ান্ত ধাপে মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, “আমরা স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই গরীব ও হতদরিদ্র পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল,  পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের প্রয়োজন। আমরা সেই ধারণা বদলে দিতে চাই।”

জয়পুরহাটে পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
৫১৯ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ঘুষ ছাড়াই ১২০ টাকায় পুলিশে চাকরি পেল ১৩ জন যুবক

আপডেট সময় ১০:৫৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

জয়পুরহাটে ঘুষ বা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেলেন ১৩ জন প্রার্থী। স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এই যুবকরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট পুলিশ লাইন্সে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি জানান, তালিকায় আরও ৩ জন প্রার্থীকে অপেক্ষমান হিসেবে রাখা হয়েছে। ফলাফল ঘোষণার পরপরই উত্তীর্ণ প্রার্থীরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩-১৫ আগস্ট কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে ১,২৯৪ জন আবেদন করেন। এর মধ্যে ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ১৭৮ জন। লিখিত পরীক্ষায় ২৫ জন উত্তীর্ণ হন। চূড়ান্ত ধাপে মৌখিক পরীক্ষা শেষে ১৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়।

পুলিশ সুপার বলেন, “আমরা স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই গরীব ও হতদরিদ্র পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণা ছিল,  পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের প্রয়োজন। আমরা সেই ধারণা বদলে দিতে চাই।”

জয়পুরহাটে পুলিশের এই স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।