জয়পুরহাটে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন
জয়পুরহাটে শিল্প কারখানা ও বাসা-বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে শহরের জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক সংগঠন, ছাত্রসমাজ ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর ই আলম, শহরের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম লোকমান হোসেন এবং চিনিকল শ্রমিক নেতা খলিলুর রহমান।
বক্তারা বলেন, জয়পুরহাট থেকে মাত্র ৩৯ কিলোমিটার দূরে বগুড়ার মোকামতলাতে গ্যাসের পাইপ লাইন থাকলেও জয়পুরহাটবাসী দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সংযোগ স্থাপনের দাবি জানান এবং কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।