জয়পুরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিনজন গ্রেপ্তার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূ (৩৭) ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে আক্কেলপুর উপজেলার কাশিড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গৃহবধূর স্বামী বাদী হয়ে মামলা করলে শনিবার ভোরে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রুবেল হোসেন (৩৩), ফারুক হোসেন (৪০) ও একরামুল হক (৪২)। তারা আক্কেলপুর উপজেলার বাসিন্দা। ধর্ষণের শিকার গৃহবধূও একই উপজেলার বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ বিদেশে যাওয়ার জন্য জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) ভর্তি হন। সেখানে এক প্রশিক্ষনার্থীর সঙ্গে তার পরিচয় হয়। গত ৫ ফেব্রুয়ারি আসামি রুবেল হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয় এবং মোহাম্মদপুকুর এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক আটকে রেখে মারধর করে এবং বন্ধু ফারুক ও একরামুলকে ডেকে আনে। রাত ৯টার দিকে তারা কাশিড়াগামী সড়কের পাশে একটি গভীর নলকূপের ঘরে নিয়ে গিয়ে গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। পরে গৃহবধূ অচেতন হয়ে পড়লে তারা পালিয়ে যায়।
পরদিন সকালে জ্ঞান ফিরে আসার পর গৃহবধূ টিটিসিতে যান এবং সেখান থেকে স্বামীকে ফোন করে বিষয়টি জানান। পরে তার স্বামী তাকে বাসায় নিয়ে যাওয়ার পথে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। শারীরিক অবস্থার অবনতি হলে গৃহবধূকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, ‘গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে থানায় তিনজনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। শনিবার ভোরে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার গৃহবধূ শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’