জয়পুরহাটে গুলিবিদ্ধ শিক্ষার্থীর মামলায় সাবেক মেয়র মোস্তাক আবারও গ্রেপ্তার
জয়পুরহাটে ২ মাস ২৩ দিন পর আবারও বিস্ফোরক দ্রব্য আইনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালের মূল গেট থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন শহরের আরাফাত নগর এলাকার মৃত হাফিজ মুন্সির ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক (৪৮)। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ছিলেন।
সংশ্লিষ্ট মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আওয়ামী সরকার পতনের এক দফার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের শান্তিপূর্ণ মিছিল চলছিল। মিছিলটি জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ পাঁচুর মোড়ে পৌঁছালে আওয়ামী সন্ত্রাসীরা ককটেল ও হাতবোমা নিক্ষেপ করে মিছিলের দিকে এগিয়ে আসে।
এসময় সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান (মিঠু) ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফার নির্দেশে দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মিছিলের উপর আক্রমণ করা হয়। একপর্যায়ে আওয়ামী লীগের নেতা এ এইচ এম কাউসারুজ্জামান (সাগর) ও এনামুল হক পুলিশের কাছ থেকে জোরপূর্বক বন্দুক কেড়ে নিয়ে গুলি চালায়। এতে অসংখ্য মানুষ হতাহত হন, গুলিবিদ্ধ হন শিক্ষার্থী শাফি সরকার।
গুলিবিদ্ধ হয়ে শাফি সরকারের চোখের উপরিভাগে আঘাত লাগে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ছাত্র জনতা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করান। পরে সুস্থ হয়ে শাফি সরকার জয়পুরহাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের সম্পৃক্ততা পেয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদী ২০২৫ সালে জয়পুরহাট শহীদ জিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামের নাছির উদ্দীনের ছেলে শাফি সরকার।
গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকা এয়ারপোর্ট থেকে আটক করে মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। আজ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যাম সুন্দর রায় আদালত থেকে মুক্তি পেলেও ৮২ দিন পর পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক জানান, গুলিবিদ্ধ শিক্ষার্থী শাফি সরকারের দায়ের করা মামলায় জয়পুরহাটের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাককে গ্রেপ্তার করা হয়েছে।