জয়পুরহাটে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের প্রতি সংহতি জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান এবং জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী।
বক্তারা বলেন, “গাজায় নারী-শিশুসহ অসংখ্য নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। এ হত্যাযজ্ঞ মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে।”
তারা ইসরায়েলের সকল পণ্য বর্জনের আহ্বান জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আগ্রাসনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার দাবি জানান।