জয়পুরহাটে গণঅভ্যুত্থান দিবসে প্রতিবন্ধী মেলা
গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষে জয়পুরহাটে আয়োজিত হলো ব্যতিক্রমী প্রতিবন্ধী মেলা। ‘তারুণ্যের আইডিয়া’ ধারণ করে সোমবার (৪ আগস্ট) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এ মেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, জেলা পরিষদের সহযোগিতায়।
মেলায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণ করেন প্রায় ৪০ জন প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশু। তারা মঞ্চে গান, কবিতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটান। পাশাপাশি একটি প্রদর্শনী স্টলে তুলে ধরা হয় প্রতিবন্ধীদের জীবন, সংগ্রাম ও সফলতার নানা দিক।
আয়োজকরা জানান, প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে ও আত্মবিশ্বাস বাড়াতে এই মেলার আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধীদের মর্যাদা ও অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।
মেলা শেষে অংশগ্রহণকারী প্রতিবন্ধীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। আরও বক্তব্য রাখেন—জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মো. রায়হান, জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, সহকারী পুলিশ সুপার আমির হামজা, জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ এবং বিডি ক্লিনের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান।