জয়পুরহাটে খালেদা জিয়ার আগমন উপলক্ষে জেলা বিএনপির দোয়া মাহফিল
চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী ও সাধারণ সম্পাদক জাহেদা কামাল।
এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মুক্তাদুল হক আদনান, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা লোকমান হোসেন।