জয়পুরহাটে এনসিপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা, সমালোচনা
জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা কাজী রাব্বীউল হাসান (মোনেম) যোগদান করায় রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়েছে। গতকাল সোমবার জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে তিনি এনসিপির প্রশংসা করে বক্তব্য দেন, যা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
কাজী রাব্বীউল হাসান জয়পুরহাট-২ (আক্কেলপুর-ক্ষেতলাল-কালাই) আসনের জাসদ মনোনীত সাবেক সংসদ সদস্য। পরবর্তীতে তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হন এবং পরে আওয়ামী লীগে যোগ দিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কালাই উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সদস্য।
এনসিপি জয়পুরহাটে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, শহীদ ও আহত পরিবারের সদস্য, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে কাজী রাব্বীউল হাসানকে নিমন্ত্রণ করা হয়, যা তিনি গ্রহণ করেন এবং সেখানে বক্তব্য দেন।
তাঁর উপস্থিতি ও বক্তব্য নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক (সানজিদ) প্রশ্ন তুলেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন—একটিতে কাজী রাব্বীউল হাসান জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে, অন্যটিতে তিনি এনসিপির ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন।
হাসিবুল হক তার পোস্টে উল্লেখ করেন, ‘জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির স্বঘোষিত সংগঠকদের নিমন্ত্রণে আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এবং জাসদের সাবেক সংসদ সদস্য রাব্বীউল হাসান মোনেম উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পুনর্বাসনের নামে একটি মহল এনসিপির ভাবমূর্তি নষ্ট করছে। এ বিষয়ে জবাব আশা করি।’
হাসিবুলের পোস্টে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২১টি মন্তব্য জমা পড়ে। একজন মন্তব্য করেছেন, ‘এবার তো সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে।’ অন্যজন মন্তব্য করেন, ‘আওয়ামী দোসরদের শক্ত হাতে দমন করা জরুরি।’
এ বিষয়ে কাজী রাব্বীউল হাসান বলেন, ‘আমি দাওয়াতে গিয়েছিলাম এবং বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি। আমি বলেছি, দেশে রাজনৈতিক সম্প্রীতির অভাব রয়েছে, যা রাজনৈতিক দ্বন্দ্ব ও হানাহানি বাড়াচ্ছে। আজকে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলেও যাব। আমাকে যে কোনো দল দাওয়াত করলে সেখানে যাব। আমাকে নিয়ে অযথা অপ্রচার চালানো হচ্ছে।’
অন্যদিকে, হাসিবুল হক বলেন, ‘রাব্বীউল হাসান আওয়ামী লীগের নেতা। এনসিপির ইফতার মাহফিলে তাঁকে এনে বক্তব্য দেওয়ানো সাংঘর্ষিক ও বিতর্কিত।’
এনসিপির জেলা সংগঠক ওমর আলী বলেন, ‘আমরা তাঁকে বিশিষ্ট নাগরিক হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন। তবে তিনি আওয়ামী লীগের বর্তমান কোনো কমিটিতে নেই। এ বিষয়ে অপপ্রচার চালানো হচ্ছে।’