জয়পুরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে ফেসবুক লাইভে মিথ্যা অপপ্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান।
শনিবার বেলা ১১টায় গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, “আমার ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের দীঘিরপাড়া কাশিড়া এলাকায় সড়ক উন্নয়ন কাজ চলছিল। সে সময় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন কাজে বাধা প্রদান করেন। আমার ইউনিয়নে আমি সহ ১৩ জন সদস্যের মধ্যে উল্লেখিত সেলিম হোসেন ও আব্দুল বাছেদ বিগত সরকারের আওয়ামী লীগ নেতা ছিলেন। এর মধ্যে তারা বিভিন্ন মামলায় পালাতকও ছিলেন।”
তিনি আরও বলেন, “সেলিম আমার বিভিন্ন কাজে বাধা প্রদানসহ নানা অনিয়মের সাথে জড়িত। এসব অনিয়মের কারণে তাকে পরিষদ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় তিনি গত ২৭ মার্চ রাতে ক্ষিপ্ত হয়ে আমার নামে নানা রকম অনিয়মের কথা বলে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার চালান। এতে আমার সম্মানহানি হয়েছে।”
তিনি দাবি করেন, “সেলিম মেম্বার যে মিথ্যা অপবাদ দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” ইউপি সদস্য সেলিম কারণ দর্শানোর নোটিশের জবাব না দেওয়ায় ইউনিয়ন পরিষদ তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বাছেদ ও সেলিম হোসেন বাদে বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।