জয়পুরহাটে অসহায়দের মাঝে গাভী বিতরণ
জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ও ধলাহার ইউনিয়নের আটটি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে বকনা গাভী বিতরণ করা হয়েছে। পিছিয়ে পড়া মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়।
গত ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে ধলাহার ইউনিয়নের শালপাড়া ইউনাইটেড কলেজ মাঠে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (BNF)-এর আর্থিক সহায়তায় এবং মানব সহায়ক কেন্দ্র (MSK) এনজিওর বাস্তবায়নে এ গাভী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক মোঃ আল আমিন হোসেন মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন এমএসকের নির্বাহী পরিচালক মোঃ এনামুল হক, সংগঠনের সভাপতি মোঃ মেহেরুল আলম, কোষাধ্যক্ষ মোঃ আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিনামূল্যে গাভী পেয়ে উপকারভোগী পরিবারগুলো গভীর আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, মানব সহায়ক কেন্দ্র (MSK) দীর্ঘদিন ধরে অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।