জয়পুরহাটে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকামুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন।
অভিযান চলাকালে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, “অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বাস কাউন্টারগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে প্রমাণ সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।