জয়পুরহাটের মেধাবী শিক্ষার্থী সাদিক মাহমুদের পাশে জেলা প্রশাসক
রংপুর মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী মোঃ সাদিক মাহমুদের দ্বিতীয় বর্ষে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল।
এই খবর শুনে তার পাশে দাঁড়িয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাদিক মাহমুদের হাতে ভর্তি সহায়তার চেক তুলে দেন তিনি।
টাকার অভাবে সাদিক মাহমুদের দ্বিতীয় বর্ষে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছিল, তবে জেলা প্রশাসনের সহায়তায় তার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে সাদিক মাহমুদ অত্যন্ত খুশি।
তিনি বলেন, “আমি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় ৪৪৭তম স্থান অর্জন করি। টাকার অভাবে দ্বিতীয় বর্ষে ভর্তি প্রায় অনিশ্চিত হয়ে পড়েছিল। কিন্তু জেলা প্রশাসনের আর্থিক সহায়তায় আমি ভর্তি হতে পেরেছি।”
উল্লেখ্য, সাদিক মাহমুদের বাবা একজন ভূমিহীন কৃষক। তিন ভাইবোনের মধ্যে তার বড় বোন দৃষ্টি প্রতিবন্ধী। তার গ্রামের বাড়ি পাঁচুরচক নয়া পাড়ায়।
বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার পর, জয়পুরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে তার দ্বিতীয় বর্ষের ভর্তি নিশ্চিত করতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।