জয়পুরহাটের ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় নারী ও শিশুদের হত্যাযজ্ঞ এবং বিশ্ব নেতাদের নিরবতার প্রতিবাদে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসার পরিচালক হাফেজ আয়ুব আলীর নেতৃত্বে মৌসুমী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী বাজারের তিন মাথায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা ও বিশেষ দোয়া-মোনাজাত।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসার পরিচালক হাফেজ ইদ্রিস আলী, তালিমুল কোরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ এরফান আলী সহ তিনটি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সামাদ বাবু, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জামান তালুকদার, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ মাহমুদ এবং স্থানীয় মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ।
বক্তারা অবিলম্বে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান এবং বিশ্বের মানবতাবাদী শক্তিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।