জয়পুরহাটের ক্ষেতলালে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল আরা, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম মন্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, বিএনপির সাবেক সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর তৈয়বুর রহমান এবং পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মির স্বয়ন প্রমুখ।
এ সময় ছাত্র প্রতিনিধি মোঃ শাহিনুর আলম, মোঃ শাহিদুল ইসলাম (সাহিদ), আইন-শৃঙ্খলা কমিটির সকল দপ্তরের সদস্য এবং সাংবাদিক নজরুল ইসলাম (দৈনিক করতোয়া), আজিজুল হক (আজকালের খবর), এস কে মুকুল (দৈনিক যায়যায়দিন) উপস্থিত ছিলেন।