জনপ্রিয় ব্র্যান্ডের লোগো ব্যবহার করে ভারতীয় চিনির অবৈধ বাণিজ্য
নামীদামি ব্র্যান্ডের নকল লোগো ব্যবহার করে ভারত থেকে পাচার করে আনা চিনি দেশীয় ব্র্যান্ড ফ্রেশ/তীরের মোড়কে ভরে মজুত ও বিক্রি করা হচ্ছে। হবিগঞ্জের মাধবপুর বাজারের কয়েকটি দোকানে এ ধরনের অবৈধ চিনি পাওয়া গেছে।
চিনি সিন্ডিকেটের মূল হোতা পংকজ রায়, মিজানুর রহমান, শীতল পালসহ একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তাদের কৌশলের মধ্যে রয়েছে মাঝরাতে পণ্য আনলোড করা, বারবার গুদাম পরিবর্তন এবং নকল মোড়ক ব্যবহার। এক ব্যবসায়ী জানান, বস্তা পরিবর্তন করেই ভারতীয় চিনি বিক্রি করা হয় এবং এতে প্রতি বস্তায় ২-৩শ’ টাকা লাভ হয়।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুনির্দিষ্ট তথ্য পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের সহযোগিতা ছাড়া এই অবৈধ চিনি বাণিজ্য বন্ধ করা সম্ভব নয়।
ট্যাগস :