হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ (বৃহস্পতিবার) স্থানীয় পুরাতন ইউনিয়ন অফিস হল রুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-১০ নং ছাতিয়াইন ইউনিয়ন বিএনপি সভাপতি জালাল মেম্বার, ১০ নং ছাতিয়াইন ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বিল্লাল মিয়া, ৮ নং বুল্লা ইউনিয়ন শাখার সাবেক ছাত্রনেতা মো. আবুল কাশেম, ছাতিয়াইন ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ফজলু মিয়া, ছাতিয়াইন বাজার জামে মসজিদের খতিব মাওলানা ক্বারি ইমাম উদ্দিন, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বাবুল খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতিয়াইন ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মো. শামছু মিয়া।
সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. পারভেজ খান ও কৃষক দলের সভাপতি মো. রেজু মিয়া।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।