ছাতকে বিদেশি মদসহ দুইজন মাদক কারবারি আটক
সুনামগঞ্জ জেলার ছাতক থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ বোতল ভারতীয় মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জামালগঞ্জের তেইল্লা (লামাপাড়া) গ্রামের গুলবাহার (৩৫) এবং দোয়ারাবাজার উপজেলার দ্বীনেরটুক গ্রামের রাসেদ আলী (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ছাতক থানা পুলিশের একটি টিম ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার পাথারিটিলা সংলগ্ন কাঁচা রাস্তা থেকে গুলবাহার ও রাসেদ আলীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটো গাড়ি তল্লাশি করে ২০ বোতল AC BLACK, ২০ বোতল Ice Vodka ও ৪০ বোতল Officer’s Choice ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটো গাড়িটিও জব্দ করা হয়েছে।
ছাতক থানার এসআই সিকান্দর আলী, এএসআই মোহাম্মদ তোলা মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।