ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ছয় দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

চেকপোস্ট প্রতিবেদক::

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করে, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ঢাকা পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

দাবিসমূহের মধ্যে রয়েছে: ১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল,
২. যেকোনো বয়সে ডিপ্লোমা ভর্তি সুবিধা বাতিল,
৩. ডিপ্লোমা পাশ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা,
৪. বৃত্তি সংক্রান্ত সমস্যার সমাধান,
৫. শিক্ষা কার্যক্রমে মান উন্নয়ন,
৬. প্রশিক্ষণের মান ও সুযোগ বাড়ানো।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে তেজগাঁও, মহাখালী, বনানী, উত্তরা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, যানজটের কারণে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান-১ থেকে আমতলী ও শান্তা ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, “চারপাশের সড়ক বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে নেমেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি নিয়ে আলোচনায় বসতে হলে সংশ্লিষ্টদের সাতরাস্তার এই অবস্থানে আসতে হবে। আমরা সচিবালয়ে যাব না।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৫২১ বার পড়া হয়েছে

ছয় দাবিতে সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট

আপডেট সময় ০৫:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা এ কর্মসূচি শুরু করে, যার ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, ঢাকা পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধে অংশ নেয়। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে ছয় দফা দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। তাই তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

দাবিসমূহের মধ্যে রয়েছে: ১. ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল,
২. যেকোনো বয়সে ডিপ্লোমা ভর্তি সুবিধা বাতিল,
৩. ডিপ্লোমা পাশ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত পদে নিয়োগ নিশ্চিত করা,
৪. বৃত্তি সংক্রান্ত সমস্যার সমাধান,
৫. শিক্ষা কার্যক্রমে মান উন্নয়ন,
৬. প্রশিক্ষণের মান ও সুযোগ বাড়ানো।

এদিকে, শিক্ষার্থীদের অবরোধের কারণে তেজগাঁও, মহাখালী, বনানী, উত্তরা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সাধারণ যাত্রীদের পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ থেকে জানানো হয়েছে, যানজটের কারণে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। গুলশান-১ থেকে আমতলী ও শান্তা ডাইভারশন ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম বলেন, “চারপাশের সড়ক বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা তীব্র আন্দোলনে নেমেছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দাবি নিয়ে আলোচনায় বসতে হলে সংশ্লিষ্টদের সাতরাস্তার এই অবস্থানে আসতে হবে। আমরা সচিবালয়ে যাব না।”

পুলিশ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়কে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।