চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২জন আটক
২০ কেজি গাঁজা সহ মোঃ কাউছার মিয়া (৩১) ও আঃ মতিন (৪০) নামের ২জনকে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) ভোর ৬টা ৫০ মিনিটে এক বিশেষ অভিযানে চুনারুঘাট উপজেলার আমতলী আদর্শ বাজারের সুমন মিয়ার দোকানের সামন থেকে বহনকারী পিকআপ ভ্যান ও মাদক সহ তাদেরকে আটক করা হয়।চুনারুঘাট থানার এসআই লিটন রায় বলেন,
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খান এর সার্বিক দিক-নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার ( মাধবপুর সার্কেল) মোঃ আজিজুর রহমান সরকার এবং চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে তাঁর নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় এএসআই সারোয়ার হোসেন সহ একদল পুলিশ। এর আগে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি পুরাতন নীল রংয়ের ডিআই পিক আপ গাড়ী গাঁজা নিয়ে চুনারুঘাট পৌর এলাকার দিকে আসিতেছে।
উক্ত সংবাদে তারা আমতলী আদর্শ বাজারে সুমন মিয়ার দোকানের সামনে চুনারুঘাট-মাধবপুর পাঁকা রাস্তায় চেকপোস্ট অভিযান চালান। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত পুরাতন নীল রংয়ের ডিআই পিক-আপ গাড়ী থামানোর সিগনাল দেওয়া মাত্রই গ্রেফতারকৃতরা গাড়ী থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। কাউছার ও মতিন পিকআপ গাড়ীর ড্রাইভারের পিছনের সিটে গাঁজা থাকার কথা স্বীকার করে। পুলিশ উক্ত গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা। ডিআই পিকআপ গাড়ির মূল্য আনুমানিক ৭ লক্ষ টাকা। গ্রেফতারকৃত
মোঃ কাউছার মিয়া উপজেলার কালিচুং গ্রামের মৃত ছিদ্দিক আলী ও আঃ মতিন দক্ষিণ দেওরগাছ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র। গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।