চুনারুঘাটে মুফতি তাহেরির পক্ষে গণজোয়ার, বিজয়ের ইঙ্গিত

হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট উপজেলায় ইসলামী ফ্রন্ট মনোনীত ‘মোমবাতি’ প্রতীকের এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরির পক্ষে জনসমর্থনের গণজোয়ার লক্ষ্য করা গেছে। প্রচণ্ড শীত, গভীর রাত এবং নানা প্রতিকূলতা উপেক্ষা করে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোমবাতি প্রতীকের পক্ষে মিছিলে অংশ নেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এ মিছিলে প্রতিপক্ষের তথাকথিত রক্তচক্ষু, মামলা-মোকদ্দমা ও হয়রানির আশঙ্কা উপেক্ষা করে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ দৃশ্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুফতি গিয়াস উদ্দিন তাহেরি কেবল একজন আলোচিত বক্তাই নন; বরং তার মানবিক, অসাম্প্রদায়িক চিন্তাধারা ও সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা তাকে আলাদা অবস্থানে নিয়ে গেছে। একই সঙ্গে কারাবন্দি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন-এর প্রতি সাধারণ মানুষের নীরব সহানুভূতির প্রতিফলনও এ জনসমর্থনের মধ্যে দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাহেরির প্রতি ভালোবাসা থাকলেও রাজনৈতিক হয়রানি ও মামলার শঙ্কায় অনেক সমর্থক প্রকাশ্যে সামনে আসতে সাহস পান না। তবে এসব ভয়ভীতি উপেক্ষা করে চুনারুঘাটের রানীগাঁও বাজারে তাহেরির অনুসারী ও সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে, তা আসন্ন ১২ তারিখের নির্বাচনে মোমবাতি প্রতীকের সম্ভাব্য বিজয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মত অনেকের।
উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিশাল মিছিল ও গণজোয়ারে এমপি প্রার্থী মুফতি গিয়াস উদ্দিন তাহেরি নিজে উপস্থিত না থাকলেও, স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে রানীগাঁও বাজারে মোমবাতি প্রতীকের পক্ষে একটি ব্যতিক্রমী ও আলোচিত রাজনৈতিক দৃশ্যের সৃষ্টি হয়।



















