চুনারুঘাটে জমি নিয়ে বিবাদে বোনের জামাই-ছেলের হাতে খুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহদিরকোনা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছেরাগ আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত ছেরাগ আলী মহদিরকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ছেরাগ আলীর সঙ্গে তার বোন নুরুন্নাহারের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সকালেই ছেরাগ আলী জমিতে কাজ করতে যান। এসময় তার বোনের জামাই আবুল কাশেম ও তার ছেলে তৈয়ব আলীসহ কয়েকজন তাকে কুপিয়ে আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার ওসি নূরে আলম জানিয়েছেন, জমি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ও আশেপাশের এলাকা থেকে তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের ধরার চেষ্টা করছে।