চুনারুঘাটে গঙ্গানগরে বিদ্যুৎ সংযোগ থাকলেও ভোগান্তিতে ২০০ গ্রাহক
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গঙ্গানগর গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও বিদ্যুৎ-সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ২০০ গ্রাহককে। গত কয়েক মাস ধরে তারা পর্যাপ্ত ভোল্টেজ না পাওয়ার সমস্যায় রয়েছেন। ফলে বিদ্যুৎ থাকলেও ব্যবহার করতে পারছেন না প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি।
জানা গেছে, গঙ্গানগরের এসব গ্রাহককে পাশের আশ্রাবপুর গ্রামের একটি ট্রান্সফরমার থেকে সংযোগ দেওয়া হয়েছে, যার দূরত্ব প্রায় এক কিলোমিটার। ওই ট্রান্সফরমারে ইতোমধ্যে আরও শতাধিক সংযোগ থাকায় ভোল্টেজ মাত্রা অনেক কমে যায়। এতে বৈদ্যুতিক পাখা, ফ্রিজ, গাড়ি চার্জার তো দূরের কথা, অনেক সময় বাতিও ঠিকমতো জ্বলে না।
ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ সুবিধা থাকলেও তার সুফল থেকে বঞ্চিত তারা। গত ৭ এপ্রিল বিষয়টি লিখিতভাবে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের জেনারেল ম্যানেজারকে জানালেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যুতের স্বাভাবিক সুবিধার অর্ধেকটুকুও তারা পাচ্ছেন না। তারা বারবার পরিচালক, এজিএম ও ডিজিএম অফিসে যোগাযোগ করলেও মেলেনি কোনো প্রতিকার। তাদের দাবি, নতুন ট্রান্সফরমার স্থাপন অথবা বিদ্যমান ট্রান্সফরমারের ক্যাপাসিটি বাড়ালেই সমস্যার সমাধান হতে পারে।
এ বিষয়ে চুনারুঘাট বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোবাইল ফোনে বলেন, “বিষয়টি আমাদের জানা আছে। আপাতত ট্রান্সফরমারের সংকট রয়েছে। সংকট কাটলেই ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে অব্যাহত ভোগান্তির দ্রুত সমাধানে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।