চীনে নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২০
চীনের হেবেই প্রদেশে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে রাজধানী বেইজিং থেকে প্রায় ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে লংহুয়া কাউন্টির ওই নার্সিং হোমে এ অগ্নিকাণ্ড ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ জানায়, অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিত নয়, তবে তদন্ত চলছে। ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং বাকি বৃদ্ধ বাসিন্দাদের পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের দৃশ্য ভয়াবহ ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ভেতরে আটকে পড়া অনেক বৃদ্ধের অবস্থাই ছিল সংকটজনক। হতাহতদের বেশিরভাগই চলাচলে অক্ষম বা অসুস্থ ছিলেন বলে জানা গেছে, যা উদ্ধারকাজকে আরও জটিল করে তোলে।
এই ঘটনার আগে, চলতি বছরের জানুয়ারিতে বেইজিংয়ের ঝাংজিয়াকো শহরের একটি সবজির বাজারে অগ্নিকাণ্ডে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছিলেন। তারও এক মাস আগে রংচেং শহরের একটি নির্মাণস্থলে আগুনে প্রাণ হারিয়েছিলেন ৯ জন।
চীনে সম্প্রতি এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা বাড়ছে, যা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির বিষয়টি সামনে এনে দিয়েছে। বিশেষ করে বয়স্কদের আবাসন কেন্দ্রগুলোতে নজরদারি জোরদারের দাবি উঠছে।
কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্থানীয় প্রশাসন।
যেকোনো নতুন তথ্য আসলে আপডেট করে দেবো।