চীনের শুল্ক আরও বাড়িয়ে ১২৫ শতাংশ করলেন ট্রাম্প
চীনের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব বাজারে আলোড়ন তোলা পাল্টা শুল্ক অন্য দেশের জন্য তিন মাসের জন্য স্থগিত রাখলেও, চীনের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটিয়েছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ বলেন, “বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। এটি এখন থেকেই কার্যকর হবে।” তিনি আরও বলেন, “চীনকে শিগগিরই বুঝতে হবে—আমেরিকা এবং অন্যান্য দেশকে ক্ষতি করার সময় শেষ হয়ে এসেছে।”
এর আগে যুক্তরাষ্ট্র চীনের ওপর শুল্ক ১০৪ শতাংশে উন্নীত করলে পাল্টা পদক্ষেপে চীনও মার্কিন পণ্যের ওপর ৮৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। সেই সঙ্গে বেইজিং মার্কিন ১২টি কোম্পানির ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে এবং আরও ছয়টি প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সত্তা তালিকায়’ যুক্ত করে দেশটিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেয়।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে এই উত্তপ্ত পরিস্থিতিতে বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতি মারাত্মকভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।