চিরিরবন্দর ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লিখে দেওয়ার ঘটনায় উত্তেজনা
চিরিরবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেয়ালে আঁকা গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লেখার ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। চিরিরবন্দর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের দেয়ালে আঁকা এসব গ্রাফিতির ওপর রাতের কোনো এক সময় এ স্লোগান লেখা হয় বলে ধারণা করা হচ্ছে।
গ্রাফিতিগুলো তৈরিতে মুখ্য ভূমিকা রাখা শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাতে একদল অজ্ঞাত ব্যক্তি তাদের আঁকা চিত্র নষ্ট করে ‘জয় বাংলা’ লিখে দিয়েছে। তারা বলেন, ‘‘হাইকোর্ট যেখানে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহারের বিষয়ে স্থগিতাদেশ দিয়েছে, সেখানে আমাদের দেয়ালে কেন এটি লেখা হলো? এটি তো আমাদের চেতনার ওপর আঘাত।’’
শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র অঙ্কন করা হয়। এসব চিত্রের মাধ্যমে দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা দেওয়া হয়েছিল। তবে আজ সকালে তারা দেখতে পান, গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখা হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘যারা এ কাজ করেছে, তারা আমাদের প্রতিবাদী চেতনার ওপর আঘাত করেছে। তারা যদি ‘জয় বাংলা’ লিখতেই চাইত, তাহলে অন্য কোথাও লিখতে পারত।’’ তারা আরও বলেন, ‘‘এটি প্রমাণ করে, যারা এই কাজ করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না।’’
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শিক্ষার্থী মাইশা আক্তার ইতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘এই ঘটনার যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণ জরুরি।’’
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই রাতের অন্ধকারে গোপনে এ কাজ করেছে। তারা বলেন, ‘‘স্বৈরাচার সরকারের পতনের পর ছাত্রলীগ নতুন ষড়যন্ত্র করছে এবং ‘জয় বাংলা’ স্লোগানের মাধ্যমে নিজেদের অবস্থান প্রতিষ্ঠার চেষ্টা করছে।’’
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা এ ঘটনার তদন্ত ও দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।