চিরিরবন্দরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন
দিনাজপুরের চিরিরবন্দরে ২ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে মেলার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আবু রায়হান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, আইসিটি কর্মকর্তা মাইদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, এবং জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হোসনে আরা বেগম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীরা।
মেলায় উপজেলার ২১টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলার সমাপনী দিনে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এছাড়াও, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আগ্রহী হয়েছে এবং তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের সুযোগ পেয়েছে। অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।