দিনাজপুরের চিরিরবন্দরে গরুর খাদ্যের বাকি টাকা পরিশোধ না করায় এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনির শিকার হতে হয়েছে। পরে গভীর রাতে টাকা শোধ করে দোকানদারের কাছে ক্ষমা চেয়ে তিনি মুক্তি পান।
মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রেলস্টেশন সড়কের হাসপাতাল মোড়ে ‘আলম গো-খাদ্য ভাণ্ডার’ নামের একটি দোকানের ভেতরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট অনিমেষ রায় এক বছর আগে মোজ্জামেল হক আলমের দোকান থেকে ২ হাজার ৬০০ টাকার গো-খাদ্য বাকিতে নেন, কিন্তু টাকা পরিশোধ করেননি। মঙ্গলবার রাতে তিনি দোকানের সামনে আসলে দোকানদার তার কাছে পাওনা টাকা চান। এসময় অনিমেষ রায় ক্ষিপ্ত হয়ে দোকানদারকে মারধর শুরু করলে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে গণপিটুনি দেন এবং দোকানে আটকে রাখেন।
দোকান মালিক মোজ্জামেল হক আলম বলেন, “অনিমেষ রায় আমার কাছ থেকে এক বছর আগে গো-খাদ্য নিয়েছিলেন, কিন্তু টাকা দিচ্ছিলেন না। টাকা চাইতে গেলে উল্টো আমার কলার ধরে আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ধরে রাখে এবং মারধর করে।”
স্থানীয় ব্যবসায়ী হামিদ বস্ত্রালয়ের মালিক আব্দুল হামিদ জানান, “আমার দোকান থেকে তিনি সাবেক অর্থমন্ত্রীর এক অনুষ্ঠানের জন্য কম্বল বাকিতে নিয়েছিলেন, কিন্তু সেই টাকাও এখনো শোধ করেননি। দোকানদারদের কাছ থেকে তিনি প্রায়ই বাকি নিয়ে ফেরত দেন না, তাই তাকে পেয়ে স্থানীয়রা প্রতিক্রিয়া দেখিয়েছেন।”
পরে স্থানীয়দের চাপে রাতেই অনিমেষ রায় দোকানদারদের পাওনা টাকা পরিশোধ করেন এবং ক্ষমা চেয়ে পরিস্থিতি থেকে মুক্তি পান।