চিরিরবন্দরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন রোহিত চন্দ্র রায় (৩৩) নামে এক যুবক। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে বাড়ির পাশের একটি লিচু গাছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোহিত চন্দ্র রায় উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের গলাহার গুঞ্জাবাড়ী গ্রামের ভবেশ চন্দ্র রায়ের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, রোহিত দুই ভাইয়ের মধ্যে বড় এবং চার বছর আগে মাকে হারানোর পর থেকে একাই বাস করতেন।
সোমবার (২৮ এপ্রিল) রাত ১২টার কিছু পরে ‘রোহিত রায় রোহিত’ নামের ফেসবুক আইডি থেকে একটি সাদাকালো ছবি পোস্ট করেন তিনি। পোস্টটিতে লেখা ছিল, “আমাকে নিয়ে এত সমস্যা, আর কারো সমস্যা করব না, বিদায় নিলাম পৃথিবী থেকে, ভালো থাকো সবাই।”
স্থানীয়দের ধারণা, দীর্ঘদিনের একাকীত্ব ও মানসিক হতাশা থেকেই রোহিত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সকালে বাড়ির পাশের একটি লিচুবাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে চিরিরবন্দর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
চিরিরবন্দর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।