দিনাজপুরের চিরিরবন্দরে প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে সাড়ে ৭ কিলোমিটার এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।
বুধবার (২ এপ্রিল), ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৬টায় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চিরিরবন্দর (স্যাক)-এর আয়োজনে এবং ডা. আজগার আলী মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, ফ্যাশন ফ্যাক্টরি লিমিটেডের এমডি রুকুনুজ্জামান রোকন, রূপালী ব্যাংক লিমিটেডের অফিসার আখতারুজ্জামান, স্যাকের সভাপতি মোস্তাকিম আল হাসনাত, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, ব্যবসায়ী, খেলোয়াড় ও শিক্ষার্থীদের নিয়ে শতাধিক দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেন।
এ প্রতিযোগিতায় বীরগঞ্জ উপজেলার মো. হানিফ প্রথম স্থান, পার্বতীপুর উপজেলার রবিউল ইসলাম দ্বিতীয় স্থান এবং একই উপজেলার জুয়েল তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগিতার রান ডিরেক্টর ছিলেন স্যাকের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান লাবু।
ম্যারাথন শেষে সকল ফিনিশার দৌড়বিদদের মেডেল প্রদান করা হয় এবং বিজয়ীদের জন্য বিশেষ সম্মানীর ব্যবস্থা করা হয়।