চিরিরবন্দরে নববধূকে হত্যা, ঘাতক স্বামী আটক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের হযরতপুর মালাইপুর গ্রামে নববধূ তানিয়া আকতারকে (১৬) শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে তার স্বামী আব্দুর রহিম (২৩) আটক হয়েছেন। এলাকাবাসী ঘাতক স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
থানা সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ রবিবার দিবাগত রাত ২ টা থেকে আড়াইটার মধ্যে নববধূ তানিয়াকে নিজ শয়নঘরে গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে আব্দুর রহিম। হত্যার সময় তানিয়া চিৎকার করলে প্রতিবেশীরা ঘটনাটি টের পেয়ে এগিয়ে এসে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ ঘটনায় নিহত তানিয়ার মা মনজিলা বেগম জানান, তার মেয়ে ৬ মার্চ বিয়ে করেছে এবং ৮ মার্চ জামাইসহ শ্বশুরবাড়িতে যায়। তিনি বলেন, “এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
ঘাতক আব্দুর রহিমের মা রশিদা বেগম জানান, তার ছেলে বউকে হত্যার পর পালানোর চেষ্টা করেছিল, তবে তার চিৎকারে প্রতিবেশীরা তাকে আটক করে।
মামলার বাদী তানিয়ার বাবা আবু তালেব বলেন, “আমার মেয়েকে আমার জামাই হত্যা করেছে।”
এ বিষয়ে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আঃ ওয়াদুদ জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং হত্যাকারি প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।