চিরিরবন্দরে তিন ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ইউনিয়ন পরিষদের জনসেবা কার্যক্রম সচল রাখতে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে চেয়ারম্যানদের অনুপস্থিতি এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হওয়ার কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন, ১. নশরতপুর ইউনিয়ন (১নং) – উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু ২. ইসবপুর ইউনিয়ন (৪নং) – উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মাইদুল ইসলাম ৩. পুনট্টি ইউনিয়ন (১০নং) – উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান আলী।
জানা গেছে, ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর উপজেলার তিনটি ইউনিয়নের চেয়ারম্যানরা যথাযথ দায়িত্ব পালন না করায় পরিষদের কার্যক্রম ব্যাহত হয়। দীর্ঘ অনুপস্থিতির ফলে পরিষদের দাপ্তরিক কাজ ও জনসেবা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে, ৩০ জানুয়ারি বৃহস্পতিবার, দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তিন ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে বলেন, “এই তিন ইউনিয়নের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ কারণে জেলা প্রশাসকের নির্দেশে তিনজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এখন ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে এবং জনগণ তাদের প্রয়োজনীয় সেবা যথাযথভাবে পাবে।”
এই নতুন সিদ্ধান্তের ফলে ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ ও জনসেবা কার্যক্রম পুনরায় সক্রিয় হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।