চিরিরবন্দরে তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যৎ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের চিরিরবন্দরে “তারুণ্যের ভাবনায় আগামীর ভবিষ্যৎ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
কর্মশালায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু রায়হান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা আইসিটি অফিসার মো. মাইদুল ইসলাম
কর্মশালায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা গঠনে সহায়ক হবে এবং নতুন প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে।
ট্যাগস :