চিরিরবন্দরের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু আটক
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লায়লা বানুকে ভাংচুরের মামলায় ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
৩ ফেব্রুয়ারি সোমবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। এর আগে, ১ ফেব্রুয়ারি শনিবার ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে পুলিশ তাঁকে আটক করে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ জানান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুকে ঢাকা বিমানবন্দর থানা ও চিরিরবন্দর থানার পুলিশ যৌথভাবে আটক করে। তাঁর বিরুদ্ধে একটি ভাংচুরের মামলা রয়েছে এবং ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
ট্যাগস :