চিতলমারীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার, স্থানীয়দের উল্লাসে মিষ্টি বিতরণ
বাগেরহাটের চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাদশা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং পরে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদত হোসেন জানান, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি চিতলমারী উপজেলার আড়ুয়াবর্নি গ্রামের ব্যবসায়ী শামীম শেখের বাড়িতে চাঁদা দাবিতে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে বাদশা মিয়ার বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নালুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, বাদশা মিয়ার বিরুদ্ধে হত্যাকাণ্ড, নারী নির্যাতন, চাঁদাবাজি, হামলা, ভাংচুর এবং লুটপাটসহ বিভিন্ন অভিযোগে ঢাকার যাত্রাবাড়ি, গাজীপুরসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে।
বাদশা মিয়ার গ্রেফতারের খবরে চিতলমারী উপজেলার বিভিন্ন এলাকায় নির্যাতিত স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন। তারা মিষ্টি বিতরণ করে এ ঘটনাকে ন্যায়ের প্রতিষ্ঠা হিসেবে দেখছেন।
আটককৃত বাদশা মিয়া চিতলমারী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
এই গ্রেফতারকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই গ্রেফতারকে স্বস্তির বলে মনে করছেন, আবার কেউ বিষয়টি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন।