চালককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে এক বাসচালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটটির যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন ফেডারেশনের মহাসচিব ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ জুলাই) রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে রাজশাহীর চালকরা মারধর করেন। এর জবাবে চাঁপাইনবাবগঞ্জে একটি রাজশাহীগামী বাসে ভাঙচুর চালানো হয়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং পরবর্তীতে উভয় জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তবে বাসমালিক সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর থেকে সীমান্তবর্তী গোদাগাড়ীর বালিয়াঘাটা মোড় পর্যন্ত সীমিত আকারে বাস চলাচল করছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না।
বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কেউ কেউ বাস থেকে মাঝপথে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হচ্ছেন।
রাজশাহীর রেলগেট এলাকা থেকে বাসে ওঠা যাত্রী শফিকুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জে যাবো, কিন্তু বাসওয়ালারা বলছে, শুধু গোদাগাড়ী পর্যন্ত যাবে। বাকি পথ অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হবে।”
এক নারী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “বারবার বাস বদলাতে হচ্ছে, বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এই ভোগান্তির দ্রুত সমাধান দরকার।”
সড়ক পরিবহন নেতৃবৃন্দ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করার জন্য আলোচনা চলছে। নজরুল ইসলাম হেলাল বলেন, “একটু ভুল বোঝাবুঝি হয়েছে ঠিকই, তবে মারামারি বা ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।”