চাঞ্চল্যকর পাভেল হত্যা মামলা: ১৫ মাসেও চার্জশিট দিতে পারেনি পুলিশ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহুল আলোচিত পাভেল হত্যা মামলার ১৫ মাস পেরিয়ে গেলেও এখনো চার্জশিট দিতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত পাভেল মিয়ার পরিবার ও মামলার বাদী হামিদ মিয়া।
জানা গেছে, ২০২৪ সালের ৩ ফেব্রুয়ারি উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুন হন গ্রামের মাতব্বর হোসেন মিয়ার ছেলে পাভেল মিয়া। হত্যার ঘটনায় পাভেলের ভাই হামিদ মিয়া জগদীশপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাসুদ খান, এনায়েতুল্লাহ, মো. মহিবুল্লাহসহ ৬৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হলেও বর্তমানে অনেকেই জামিনে মুক্ত এবং কয়েকজন এখনো পলাতক রয়েছেন।
মামলার বাদী হামিদ মিয়া বলেন, “আমরা ন্যায়বিচার চাই। কিন্তু বিচার পেতে হলে মামলার চার্জশিট আদালতে দাখিল করা জরুরি। আমরা পুলিশের কাছে দাবি জানাই, দ্রুত এটি আদালতে পেশ করা হোক।”
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, “আমার বদলির আদেশ এসেছে। তবে চার্জশিট আমি প্রস্তুত করে দিয়েছি। এখন ওসি ও সার্কেল এসপি স্বাক্ষর করে ফরওয়ার্ড করলেই তা আদালতে যাবে।”
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “তদন্ত প্রায় শেষের দিকে। কিছু সাক্ষ্যগ্রহণ বাকি ছিল। শিগগিরই চার্জশিট আদালতে দাখিল করা হবে।”