চাঁপাইনবাবগঞ্জে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর-মোন্না পাড়ায় অভিযান চালিয়ে ৮টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ আগস্ট) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে রাহাত আলীকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ তারাপুর-মোন্না পাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানি ও মডেলের ৮টি মোটরসাইকেল উদ্ধার করে। তবে মোহাম্মদ আলীকে আটক করা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর, দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) এবং বাবুর ছেলে মো. শিহাব (২১)। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। রিমান্ডে সোহেল ও শিহাবের দেওয়া তথ্যের ভিত্তিতেই রাহাতকে গ্রেপ্তার করা হয়। রাহাতের স্বীকারোক্তির ভিত্তিতে উদ্ধার হয় মোটরসাইকেলগুলো।
পুলিশ জানায়, সোহেল, শিহাব, রাহাত এবং মোহাম্মদ আলী, চারজনই একটি সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের সদস্য।