চাঁপাইনবাবগঞ্জে হিংস্র কুকুরের কামড়ে আহত ৪০টির বেশি গৃহপালিত পশু ও মানুষ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামে হিংস্র কুকুরের আক্রমণে ৩০টিরও বেশি ছাগল, ৬টি গরু এবং একজন বৃদ্ধা আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার পর এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ করে দুটি হিংস্র কুকুর ঘুঘুডিমা গ্রামের সুইচগেটপাড়া, কালিতলা ও স্কুলপাড়াসহ বিভিন্ন এলাকায় ঘরে বেঁধে রাখা গরু-ছাগল ও হাঁসের ওপর ধারাবাহিকভাবে আক্রমণ চালায়। একে একে পুরো গ্রামে তাণ্ডব চালিয়ে কুকুর দুটি প্রাণীদের আহত করে এবং এক বৃদ্ধাকেও কামড়ায়।
এ সময় আতঙ্কিত গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে ধাওয়া দেয়। তারা একটি কুকুরকে মেরে ফেলতে সক্ষম হলেও অপরটি পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা সেই কুকুরটিকেও খুঁজে বের করে মেরে ফেলার চেষ্টা চালায়।
ঘটনার পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত পশুদের চিকিৎসা দিতে ছুটে আসেন স্থানীয় একজন পশু চিকিৎসক। তিনি জানান, “বিকেলে খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি এবং আক্রান্ত প্রাণীদের ভ্যাকসিন দিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। ইনশাআল্লাহ তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।”
তিনি আরও বলেন, “সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বাড়ছে। তাই গৃহপালিত পশু পালনকারীদের উচিত বাড়ির বাইরে পশু ছেড়ে দেওয়ার সময় সচেতন থাকা এবং আক্রমণ থেকে বাঁচাতে সুরক্ষা ব্যবস্থা নেওয়া।”
এ ঘটনার পর ঘুঘুডিমা গ্রামে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।