বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়
চাঁপাইনবাবগঞ্জে সম্প্রীতির বার্তা বিএনপি প্রার্থী হারুনুর রশীদের

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হিন্দু–সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় হাজারের বেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গের বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্যাম কিশোর দাস।
প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশীদ বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলনস্থল। আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন সমাজ গড়তে চাই। আপনাদের অধিকার রক্ষা এবং এই জনপদের সার্বিক উন্নয়নে বিএনপি অতীতেও পাশে ছিল, ভবিষ্যতেও আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।”
সভায় আরও বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন চৌধুরী, কালিনগর হাটপাড়া মন্দিরের সম্পাদক বিধান কর্মকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব তরুণ কুমার সাহা, কল্পনা মূরমু, শ্রী রাজন হরিজন ও অপূর্ব সরকারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনগণের মতামত গ্রহণ এবং সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। জবাবে মো. হারুনুর রশীদ এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সভার শেষ পর্যায়ে এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করা হয়।




















