চাঁপাইনবাবগঞ্জে সংযোগ সড়ক নির্মাণে কলেজের আপত্তির প্রতিবাদে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়–বেলেপুকুর সংযোগ সড়ক নির্মাণে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ কর্তৃপক্ষের আপত্তির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
সোমবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বেলেপুকুরসহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার বাসিন্দা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বেলেপুকুর, শিয়ালা, গনকা এলাকাসহ আশপাশে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের চাহিদা বিশ্বরোড মোড়–বেলেপুকুর সড়কটি। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রাচীনকাল থেকেই শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মধ্য দিয়ে একটি চলাচলের রাস্তা ছিল, যা পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ বন্ধ করে দেয়। আওয়ামী লীগ সরকারের সময় কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আনোয়ারুল ইসলাম ও তৎকালীন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদের সহযোগিতায় সীমানা প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করা হয়।
বক্তারা অভিযোগ করেন, এলাকাবাসীর আবেদনের পর কলেজ কর্তৃপক্ষ পথ উন্মুক্ত করার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। এক যুগ ধরে এলাকাবাসী অবরুদ্ধ পরিস্থিতিতে রয়েছেন। নানা যাচাই-বাছাইয়ের পর সরকার অনুমোদিত ৩০ ফুট প্রশস্ত নতুন সংযোগ সড়কের প্রকল্প গ্রহণ করা হয়, যার মাধ্যমে বেলেপুকুর থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত সরাসরি যাতায়াত সম্ভব হবে।
তারা আরও জানান, বর্তমানে সড়কের দুই পাশের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান। ঠিক তখনই কলেজ কর্তৃপক্ষ সড়কের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, যা উন্নয়নবিরোধী পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন স্থানীয়রা।
বক্তারা স্পষ্টভাবে বলেন, “এ রাস্তাটি বাস্তবায়ন না হলে আমরা আগামীতে ঘেরাও কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব।”
মানববন্ধনে বক্তব্য রাখেন—চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি, সাবেক জেলা বিএনপি উপদেষ্টা শামসুল হক (গানু), যুবদলের জেলা সদস্য সৈকত আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুল হক। এছাড়াও বেলেপুকুরসহ আশপাশের এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৩ আগস্ট কলেজ কর্তৃপক্ষ কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি মানববন্ধনের আয়োজন করেন, যা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।