চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে ইফতার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে রোজাদারদের মাঝে বিনামূল্য ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৫ই রমজান, ১৫ই মার্চ রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার অফিস কক্ষে এবং চাঁপাইনবাবগঞ্জ সদরের বড় ইন্দিরা, শান্তির মোড়, বাতেন খাঁ, মেডিকেল মোড়, বারঘোরিয়া সহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী, সংস্থাটির সভাপতি শ্রী জিতেন চৌধুরী, হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা সহ অন্যান্য সদস্যরা।
সংস্থার এই উদ্যোগ রোজাদারদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে আবির্ভূত হয়েছে, বিশেষ করে যারা কর্মব্যস্ততার কারণে ইফতার করার জন্য উপযুক্ত সুযোগ পান না। সংস্থাটি তাদের মানবিক দায়িত্বের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করেছে এবং সমাজের নানান স্তরের মানুষের মধ্যে সাদৃশ্য তৈরির লক্ষ্যে কাজ করছে।
এ ধরনের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সামগ্রিক সমাজের উন্নতির জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।