চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন পর বৃষ্টির দেখা মিলেছে। শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, যা আম চাষিদের জন্য সুখবর হিসেবে এসেছে। মুষলধারে বৃষ্টি না হলেও, কৃষি বিভাগের মতে, আমের জন্য এটি আশীর্বাদ হিসেবে কাজ করবে।
জেলার শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া এলাকার আম চাষিরা জানান, কয়েকদিনের অতিরিক্ত তাপমাত্রা ও কুয়াশায় আমের গুটি বাঁধতে পারেনি। তবে শুক্রবার বৃষ্টির কারণে তাদের মনে স্বস্তি ফিরে এসেছে। আম চাষি সোহেল রানা, আব্দুল আলিম এবং এনামুল হক স্বপন বলেন, দীর্ঘদিন পর বৃষ্টির দেখা পেয়ে তারা আশাবাদী।
শিবগঞ্জ ম্যাংগো প্রোডিউসার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন, চলতি বছরে মুকুল অনুযায়ী আমের গুটি কম হলেও, বৃষ্টির ফলে এটি দ্রুত বড় হবে। তিনি জানান, বৃষ্টিতে আম গাছের সব ধরনের ময়লা ধুয়ে গেছে, ফলে আমগুলো এখন ভালোভাবে আলো-বাতাস পাবে।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে মুকুল থেকে আমের গুটি ঝরে যাচ্ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আমের গুটি দ্রুত বড় হবে, যা আম চাষিদের জন্য একটি বড় উপকারে আসবে।
গত বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছিল, তবে চলতি বছরে তা কমে ৩৭ হাজার ৫০৪ হেক্টরে এসেছে।