চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আশ্রয়কেন্দ্র উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য “এ্যাঞ্জেল’স গার্ডেন” নামে একটি আশ্রয়কেন্দ্রসহ তিবনা ট্রাস্টের তিনটি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আজ, ১ জানুয়ারি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে এ উদ্বোধনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
তিবনা ট্রাস্টের উদ্যোগে চারতলা বিশিষ্ট “জামিয়া আলী আকবর (ক্বওমী) মাদ্রাসা ও এতিমখানা”, “উম্মে মামুন অন্ধ মাদ্রাসা ও স্কুল” এবং “এ্যাঞ্জেল’স গার্ডেন” এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা প্রদর্শন ছিল প্রধান আকর্ষণ। এক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক ব্রেইল পদ্ধতিতে আরবি হরফ লিখে অতিথিদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. মতিন। তিবনা ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক আনোয়ার জাহাদ (রুবেল) বলেন, “এই প্রতিষ্ঠানটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে। এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিরাপদ আশ্রয় ও উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও জানান, বর্তমানে এতিমখানায় ৩০০ জনেরও বেশি শিশু রয়েছে, এবং এটি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানের শেষাংশে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মো. মতিন, যা দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।
উপস্থিত অতিথিরা তিবনা ট্রাস্টের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিশুদের কল্যাণে তাদের সহায়তা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন।