জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) জেলা যুবদলের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে ইএনটি, সার্জারি, হাড়জোড় বাতব্যথা মেরুদণ্ড, রেটিনা ও ডায়াবেটিক চক্ষু, মেডিসিন লিভার পরিপাকতন্ত্র, মা ও শিশু চর্ম-যৌন, স্ত্রী রোগ ও প্রসূতি বিষয়ে চিকিৎসা প্রদান করা হয়৷
চিকিৎসা প্রদান করা হয়, ইএনটি ও হেডনাক সার্জন ডা. মো. আখতারুল আলম পলেন, সার্জারি চিকিৎসক ডা. মো. মশিউর রহমান মানিক, হাড়জোড় বাতব্যথা মেরুদণ্ড রোগ বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন ডা. মো. নাসির উদ্দিন, রেটিনা ও ডায়াবেটিক চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. মো. মিজানুর রহমান শাহিন, মেডিসিন লিভার পরিপাকতন্ত্র রোগ ও ডায়াবেটোলজিস্ট ডা. মো. তৌহিদুল ইসলাম, মেডিসিন মা ও শিশু চর্ম-যৌন রোগ চিকিৎসক ডা. মো. মোসফিকুর রহমান, স্ত্রী রোগ ও প্রসূতি চিকিৎসক ডা. সামসাদ বেগম কেয়া।
জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ জানান, জাতীয়বাদী যুবদল দেশের বিভিন্ন সংকট ও সংগ্রামে বিএনপির নেতৃত্বে সামনে থেকে অগ্রসর ভূমিকা পালন করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
যেখানে অর্থাভাবে চিকিৎসা করাতে না পারা সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। আগামীতেও এমন কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।